সামরিক উপগ্রহ পাঠালো যুক্তরাষ্ট্র
Atlas Vমহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র শনাক্তকরণে একটি উপগ্রহ পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মহাকাশের কক্ষপথ থেকেই শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং এ বিষয়ে ওয়াশিংটন ও তার মিত্রদেরকে আগাম সতর্ক বার্তা পাঠানো হবে এ উপগ্রহের কাজ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল বিমানঘাঁটি থেকে ১৯২ ফুট বা ৫৮ মিটার লম্বা অ্যাটলাস-৫ উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। মার্কিন বিমান বাহিনীর জন্য লকহিড মার্টিন কোম্পানি দেড় হাজার কোটি ডলার ব্যয়ে এ উপগ্রহটি তৈরি করেছে। এটি ওই কোম্পানির পক্ষ থেকে এ ধরনের দ্বিতীয় সামরিক উপগ্রহ। এতে দু’টি ইনফ্রারেড সেন্সর রয়েছে যার একটি অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র উতক্ষেপণের বিষয়ে বিশ্বকে স্ক্যান করবে এবং অন্যটি সুনির্দিষ্ট পয়েন্টে স্থিরভাবে দৃষ্টি রাখবে। স্যাটেলাইট নেটওয়ার্কের ডিফেন্স সাপোর্ট প্রোগ্রামের আওতায় গত ৪০ বছর ধরে মহাকাশভিত্তিক যে ইনফ্রারেড সিস্টেম কার্যকর রয়েছে তার জায়গায় নতুন এ উপগ্রহ বসানো হবে বলে মার্কিন বিমান বাহিনী পরিকল্পনা করছে। এ বিষয়ে আমেরিকার বিমান বাহিনীর মহাকাশ বিভাগের কমান্ডার উইলিয়াম শেল্টন গত বুধবার মার্কিন কংগ্রেসের বিজ্ঞান বিষয়ক কমিটিকে জানিয়েছেন, নতুন উপগ্রহের সাহায্যে তারা যেকোনো ক্ষেপণাস্ত্রের ধরণ এবং সেটি কোথায় যাচ্ছে এবং কোন স্থানে আঘাত হানবে তা বলে দিতে পারবেন।
সায়েন্সটেক24.কম/ এস কে রায়/ ২৪ মার্চ ২০১৩
Post a Comment