লেবনিকভের ভবিষ্যৎ বানী
রাশিয়ার বিখ্যাত কবি ছিলেন ভেলিমির লেবনিকভ। অবশ্য এটি ছিল তার ছদ্ম নাম, তার আসল নাম ছিল ভিক্টর ভ্রাদিমিরোভিচ লেবনিকভ। তিনি জন্ম গ্রহণ করেন ১৮৮৫ সালে এবং মারা যান ১৯২২ সালে। লেবনিকভের জীবদ্দশায় সোভিয়েত ইউনিয়নে ১৯০৫ সালে যখন রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল তখন তিনি সেটি দারুণভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি বিপ্লব দেখে ঘোষণা করেছিলেন, প্রতি ১২ বছর পর পর রাশিয়া জাতীয় বিপর্যয়ের মধ্যে পড়বে। তার সেই কথাকে সবাই তামাশা বা পাগলের প্রলাপ ভেবে হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল খুবই রহস্যময়। কারণ কবির উক্তি অনুযায়ী কাকতালীয়ভাবে সেখান থেকে প্রতি ১২ বছর অন্তর অন্তর রাশিয়া পড়েছিল জাতীয় বিপর্যয়ে। ১৯০৫ সালের রুশ বিপ্লবের পর ১৯১৭ সালে রাশিয়ায় শুরু হয় সমাজতান্ত্রিক বিপ্লব, তার ১২ বছর পর ১৯২৯ সালে দেখা দেয় দুর্ভিক্ষ, ১৯৪১ সালে শুরু হয়েছিল দেশ মাতৃকার লড়াই, আর তার ১২ বছর পর ১৯৫৩ সালে হয়েছিল স্টালিনের মৃত্যু, ১৯৬৫ সালে দেখা দেয় রাশিয়ার জাতীয় সংকট, ১৯৭৭ সালে গৃহীত হয় দেশের নতুন সংবিধান আর তার ১২ বছর পর ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভাঙার মধ্য দিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল গোটা সোভিয়েত ইউনিয়নই। কবি লেবনিকভ রাশিয়ার পরিণতি সম্পর্কে এমন ধারনা কিভাবে পেয়েছিলেন সেটি একটি বড় রহস্য হয়ে আছে আজও!
বিঃদ্রঃ আপনারা যদি আমাদের পেজে আপনার নাম সহ কোন রহস্যময় ঘটনা পোস্ট করতে চান তবে নীচের গ্রুপ এ জয়েন করে সেখানে আপনার রহস্যময় পোস্ট টি শেয়ার করুন, আমরা আপনার নাম সহ এই পেজে পোস্ট করে দিব। আমাদের গ্রুপ লিংক প্রথম কমেন্ট এ দেয়া হল।
Post a Comment