Header Ads

test

syria war


সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা খুবই কার্যকর: বিশেষজ্ঞ মত ৬ সেপ্টেম্বর (রেডিও তেহরান): সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দক্ষ এবং যেকোনো বিমান পাকড়াও করতে বা বাধা দিতে পারে। এছাড়া, সিরিয়ার বিরুদ্ধে যেসব টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে তার প্রায় অর্ধেককে বাধা দিতে সক্ষম। রাশিয়ার প্রতিরক্ষা সূত্র থেকে এ মতামত দেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এ সূত্র রুশ বিমান প্রতিরক্ষা বাহিনীর সাবেক কমান্ডার হিসেবে নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি জানান, সিরিয়ার বিমানবাহিনী অত্যন্ত সুবিন্যস্ত এবং খুবই সাহস ও দক্ষতার সঙ্গে জঙ্গিবিমান এবং কৌশলগত অস্ত্রগুলো ব্যবহার করতে পারবে। রাশিয়ার এ কমান্ডার বলেন, সিরিয়া তার ‘বাক বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ মোতায়েন করেছে। এ ব্যবস্থার মাধ্যমে ক্রুজ ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা যাবে এবং সেগুলো খুবই কার্যকর। তিনি জানান, বাক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এমনভাবে তৈরি করা হয়েছে যে, শত্রুর বিমান প্রতিপক্ষ দেশের আকাশসীমার মধ্যে ঢোকার পর এবং এর রাডার সিস্টেমের আওতায় আসার পর কার্যত তা আর বের হতে পারবে না। সিরিয়ার সঙ্গে রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে একটি চুক্তি রয়েছে এবং মস্কো বলেছে, তারা এ চুক্তির প্রতি সম্মান দেখাবে। কারণ সিরিয়া কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে না কিংবা নিজেদের অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনেরও কোনো ব্যতয় ঘটছে না।

No comments