' গ্রেপ্তার করে গণহত্যা ধামাচাপা দেওয়া যাবে না''
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর সেক্রেটারি আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করায় ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজতে ইসলামের গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহার রোববার আদিলুরকে গ্রেপ্তারের নিন্দা জানান।
মুফতি হারুন পরিবর্তন ডটকমকে বলেন,"আদিলুরকে গ্রেপ্তার করে গণহত্যা ধামাচাপা দেওয়া যাবে না।"
হেফাজতে ইসলামের দাবি, ৫ মে রাতে মতিঝিল শাপলা চত্বরে 'গণহত্যা' চালানো হয়েছে।
নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা হেফাজতের হাতে আছে উল্লেখ করে মুফতি হারুন বলেন,"সময় হলে সব তথ্য জাতির সামনে প্রকাশ করা হবে। অধিকার সত্য প্রকাশ করেছে এবং সরকারের চালানো গণহত্যার একাংশ তুলে ধরেছে। এতেই ভীত হয়ে পড়েছে সরকার। তারা পিঠ বাঁচাতে আদিলুরকে গ্রেপ্তার করেছে।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর সেক্রেটারি আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করায় ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজতে ইসলামের গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহার রোববার আদিলুরকে গ্রেপ্তারের নিন্দা জানান।
মুফতি হারুন পরিবর্তন ডটকমকে বলেন,"আদিলুরকে গ্রেপ্তার করে গণহত্যা ধামাচাপা দেওয়া যাবে না।"
হেফাজতে ইসলামের দাবি, ৫ মে রাতে মতিঝিল শাপলা চত্বরে 'গণহত্যা' চালানো হয়েছে।
নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা হেফাজতের হাতে আছে উল্লেখ করে মুফতি হারুন বলেন,"সময় হলে সব তথ্য জাতির সামনে প্রকাশ করা হবে। অধিকার সত্য প্রকাশ করেছে এবং সরকারের চালানো গণহত্যার একাংশ তুলে ধরেছে। এতেই ভীত হয়ে পড়েছে সরকার। তারা পিঠ বাঁচাতে আদিলুরকে গ্রেপ্তার করেছে।
Post a Comment