gpjsbd gopalpur tangail
শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়লো ছাত্রলীগ
শিবিরকে ক্যাম্পাসের আসার চ্যালেঞ্জ দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, "আপনাদের সাহস থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসুন। দেখা যাবে কারা জেতে, কাদের ক্ষমতা কত?"
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, " অলিতে গলিতে যেখানেই ছাত্রশিবির দেখবেন আপনারা গণধোলাই দিবেন।"
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাজমুল বলেন, "আমার এ এ বক্তব্যের পর আমার বিরুদ্ধেও নিউজ হবে। আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা ((মিডিয়া) সত্যটি তুলে ধরেন।"
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক তুহিন অস্ত্র হাতে তুলে নেয়ার কারণ বর্ণনা করে সিদ্দিকী নাজমুল আলম বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক তুহিন আত্মরক্ষার্থে অস্ত্র হাতে নিয়ে গুলি ছুঁড়েছে। সেদিন মিডিয়া একতরফাভাবে তুহিনের বিরুদ্ধে নিউজ করেছে। শুধু অস্ত্রসহ তার ছবি পত্রিকায় ছেপেছে। অথচ তার আশপাশের কোন ছবি বা ঘটনা তারা প্রকাশ করেনি।"
মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, "আপনারা সেদিন বলেছেন লাগামহীন হয়ে পড়েছে ছাত্রলীগ। টকশোতে আমাদের বিরুদ্ধে সবাই একপেশে সমালোচনা করেছে। আমরা আপনাদের সমালোচনাকে ইতিবাচকভাবে নিয়ে সংগঠনের লাগাম টেনে ধরেছি। কিন্তু আজ কারা তুহিনের রগ কেটে নিল এ বিষয়ে আপনারা কথা বলেন না কেন।"
একুশে টিভির বর্তমান কার্যক্রমের সমালোচনা করে নাজমুল আলম বলেন,"এই একুশে টিভি একসময়ে বঙ্গবন্ধুর আদর্শের ছিল। এই টিভি বন্ধ হওয়ার পর ছাত্রলীগের নেতৃত্বে কাওরান বাজারে গিয়ে মানববন্ধন করেছি। আজ সেই একুশে টিভি আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।"
Post a Comment