Header Ads

test

gopalpur tangail


ক্যাপশন যুক্ত করুন
রহস্যময় অভারটন ব্রিজ  Overtoun Bridge

স্কটল্যান্ডের Overtoun House এ অবস্থিত এই Overtoun Bridge টি বিশ্বে কেনো বিখ্যাত জানেন? ...... কারণ এখানে এসে এই ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে শত শত কুকুর পূর্বপরিকল্পনাকৃত ভাবে আত্মহত্যা করেছে ।এই ঘটনা সেই ১৯৬০ সাল থেকে শুরু হয় আর আজ অব্দি গড়ে প্রতি মাসে ১টি করে কুকুর এখানে এসে মারা যায়। এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য অনেক গবেষনা চালানো হয় কারণ এটা কোন অনাকাঙ্খিত দূর্ঘটনা নয় যে ব্রিজে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনি দিয়ে এটা রোধ করা যাবে। কেউ কেউ বলেন যে কুকুরের পূর্বপরিকল্পনাকৃত ভাবে আত্মহত্যা করার কোন ক্ষমতা নেয় তাই তারা বিভিন্ন ভাবে এর ব্যাখ্যা দেন। এক দল বলেন যে এই ব্রিজের নিচে অনেকটা বেঁজির দেখতে একধরনের প্রাণীর পায়ু সংক্রান্ত গ্রন্থি থেকে এক ধরনের গন্ধ বের হয়ে আসে যার প্রতি আকৃষ্ট হয়ে কুকুর গুলো উপর থেকে ঝাঁপিয়ে পড়ে ।

আবার কেউ কেউ বলেন যে, celtic মিথোলজিতে এই জায়গাটিকে বলা হয়েছে  The Thin Place  যেখানে স্বর্গ এবং পৃথিবী নিকটতম জায়গা ভাবা হয়। কুকুরের যেহেতু মানুষের চেয়ে ভাল সংবেদনশীল ইন্দ্রীয় আছে তাই কুকুর গুলি এখানে এসে সামনে ঝাঁপ দেয়।আর মজার ব্যাপার হলো যে কুকুর গুলো ঝাঁপ দিয়ে বেঁচে যায় তারা আবার এসে ঝাঁপ দেয়!!!

Gpjs

No comments