Header Ads

test

জুনায়েদ-আগুনে পুড়ল লঙ্কানরা


জুনায়েদ-আগুনে পুড়ল লঙ্কানরা আবুধাবি টেস্ট স্পোর্টস রিপোর্টার ॥ দুই পেসার জুনায়েদ খান ও বিলওয়াল ভাট্টির বোলিং তোপে দিশেহারা শ্রীলঙ্কা। আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ২০৪ রানে অলআউট (৬৫ ওভার) এ্যাঞ্জেলো ম্যাথুসের দল। জবাবে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৪৬ রান। লঙ্কানদের চেয়ে ১৫৮ রানে পিছিয়ে পাকিরা। ২১ রান করে রান আউট হয়েছেন ওপেনার খুররম মনজুর। ব্যক্তিগত ২৫ রানে ব্যাট করছেন আহমেদ শেহজাদ। আজ তাঁর সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ হাফিজ। প্রথম দিন নিজেদের করে নিতে জুনায়েদ দখল করেন ৫ উইকেট। আর ৩ শিকারে অভিষেকেই আলো ছড়ানোর ইঙ্গিত দেন ভাট্টি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান আত্মবিশ্বাসী পাক সেনাপতি মিসবাহ-উল-হক। শ্রীলঙ্কান ওপেনাররা ১৯ ওভারে ৫৭ রান তুলে নিয়ে ভাল কিছুর ইঙ্গিত দেন। ওই পর্যন্তই। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে এর পরই শুরু হয় জুনায়েদ-ভাট্টির পেস-তাণ্ডব। ৩৮ রান করা করুনারতেœকে ফিরিয়ে দিয়ে শুরুটা করেন দিনের সফল বোলার জুনায়েদ। ১০ রানের ব্যবধানে অপর ওপেনার কৌশল সিলভাকে তুলে নিয়ে পাকিস্তানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন ভাট্টি। ২০ রান করে হাফিজের হাতে ক্যাচ তুলে দেন তিনি। দলীয় ৭৬ রানের মধ্যে আরও ২ উইকেট হারিয়ে দিশেহারা (৭৬/৪) হয়ে পড়ে লঙ্কানরা। ২৯তম ওভারের দ্বিতীয় বলে শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভদ্বয়ের অন্যতম মাহেলা জয়াবর্ধনেকে (৫) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান ভাট্টি। ওভারের চতুর্থ বলে দিনেশ চান্দিমালকে রানের খাতা খোলার আগেই হাফিজের হাতে ক্যাচ বানান ২২ বছর বয়সী পাঞ্জাব প্রতিভা। এর পর কুমার সাঙ্গাকারার সঙ্গে যোগ দেন ম্যাথুস। এ জুটির সামান্য প্রতিরোধ ভেঙ্গে দেন জুনায়েদ। ১৬ রান করা তুখোড় সাঙ্গাকারাকে তুলে নেন তিনি। সাবেক লঙ্কাপতি যখন সাজঘরে ফেরেন ৮২ রানে ৫ উইকেট হারিয়ে ঝুঝতে থাকে লঙ্কানরা। এ অবস্থায় এক প্রান্তে একাই লড়াই চালিয়ে যান ম্যাথুস। সচিত্র সেনানায়েকে (৫) ও রঙ্গনা হেরাথকে (০) পর পর দুই বলে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন জুনায়েদ। ১২৪ রানে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা! ম্যাথুসকে কিছু সময় সঙ্গ দেন দশ নম্বরে নামা সামিন্দা ইরাঙ্গা (১৪)Ñ যাঁদের কল্যাণেই দুই শ’র কোটায় পৌঁছায় দলীয় সংগ্রহ। সর্বোচ্চ ৯১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ম্যাথুস। শ্রীলঙ্কা অধিনায়কের ১২৭ বলের ইনিংসটি ছিল ১৫টি চার দিয়ে সাজানো। ২০ ওভারে ৫৮ রান দিয়ে ক্যারিয়ারে চতুর্থ বারের মতো ইনিংসে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান জুনায়েদ। মূলত পাক-আফগান সীমান্ত থেকে উঠে আসা বাঁহাতি এ বোলারের পেস-আগুনেই ছারখার হন লঙ্কান ব্যাটসম্যানরা। অভিষেকে তাঁকে যোগ্য সহায়তা দিয়ে ৩ উইকেট তুলে নেন ভাট্টি। জবাব দিতে নেমে শুরুটা ভালই হচ্ছিল পাকিস্তানের। দিনের একেবারে শেষ ওভারে এসে সতীর্থ শেহজাদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন খুররম মনজুর (২১)। অভিষেকে ২৫ রান নিয়ে ব্যাটিং করছেন শেহজাদ। এ ছাড়া শ্রীলঙ্কার হয়ে ম্যাচে টেস্ট অভিষেক হয় ২১ ওয়ানডে খেলা অফ স্পিনার সচিত্র সেনানায়েকের। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২০৪/১০ (৬৫ ওভার; ম্যাথুস ৯১, করুনারতেœ ৩৮, সিলভা ২০, ইরাঙ্গা ১৪; জুনায়েদ ৫/৫৮, ভাট্টি ৩/৬৫, আজমল ২/৩২), পাকিস্তান ৪৬/১ (১৮.১ ওভার; শেহজাদ ২৫*, খুররম ২১)। ** প্রথম দিন শেষে।

No comments