মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে নিয়ে এবার ফেইসবুকে স্ট্যাটাস লিখলেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেল ৪টার কিছু পর তার নিজস্ব ফেইসবুক পেজে তিনি এ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসটি হুবহু:
‘আব্দুল কাদের মোল্লা আমার রক্তের সম্পর্কের কেউ নন. আমি তার আইনজীবী মাত্র। পেশাগত কারণে একজন আইনজীবীর আবেগাক্রান্ত হওয়া উচিৎ নয়। কিন্তু কেন জানি বর্ণনাহীন আবেগ আমাকে আপ্লুত করছে। মানুষের ন্যুনতম মৌলিক অধিকার। যেটা আমাদের সংবিধানে স্বীকৃত, তার কোনো সুযোগ তাকে দেয়া হয়নি। কারণ তিনি নাকি “যুদ্ধাপরাধী”. আজকের বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহা বিচারের দিনে তিনি নির্দোষ প্রমাণিত হবেন এ সাক্ষ্য আমি নির্ভয়ে দিতে পারি। আমাদের অযোগ্যতা ও সীমাবদ্ধতা ছিল অনেক কিন্তু আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি আমরা আমাদের সাধ্যের সব কিছুই করার চেষ্টা করেছি। বিশ্ববাসী সবকিছু দেখেছে ও জেনেছে। এই বিচার ও রায় নিয়ে প্রশ্ন উঠবে হয়ত আগামী শতাব্দীকাল, প্রজন্মের পর প্রজন্ম ধরে। আমাদের ক্ষমা করবেন মোল্লা ভাই, আমরা আপনাকে রক্ষা করতে পারলাম না। কিন্তু সাহসিকতা ও দৃঢ়তার প্রতীক হিসেবে অনির্বান ধ্রুব তারা হয়ে আপনি বেঁচে থাকবেন এদেশের মুক্তিকামী কোটি মানুষের হৃদয়ে……….’
Post a Comment