Header Ads

test

হরতালের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের গুলি করা হবে : জয়

হরতালের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের গুলি করা হবে : জয় gpjsbd News Post Views = 1 download (6)আওয়ামী লীগ কোনোদিন সংবিধান লঙ্ঘন করেনি দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিরোধী দল ও সুশীল সমাজ সংবিধান সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে, ভুল বুঝিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তাদের লক্ষ্য একটাই—ক্ষমতায় আসা। তিনি বলেছেন, যারা হরতালের নামে মানুষের জান-মাল নিচ্ছে, তাদের সরাসরি গুলি করা হবে। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বিএনপি প্রতিবাদের নামে সন্ত্রাস করছে বলে অভিযোগ করে জয় বলেন, তারা ভয়ঙ্করভাবে মানুষকে যেভাবে আহত করেছে, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এটা প্রতিবাদ নয়, সন্ত্রাস, খুন। জয় বলেন, এসব ঘটনায় মদত দিচ্ছে বিএনপি। তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, তারা ক্ষমতায় আসতেই এ মিথ্যাচার করছে। তারা যখনই কোনো আইনি বিষয়ে কথা বলে, বলে যে এটা অবৈধ বা অসাংবিধানিক। অথচ আইনি যে কোনো বিষয় পরিস্থিতির ওপর নির্ভর করে। মিথ্যা তথ্য দিয়ে, ভুল বুঝিয়ে তারা জাতিকে বিভ্রান্ত করছে। জয় বলেন, পঁচাত্তরের পর এদেশে বৈধ ও আইনগতভাবে কোনো নির্বাচন হয়নি। শুধু ২০০১ সালে আওয়ামী লীগের আমলে বৈধভাবে নির্বাচন হয়েছে। গণতান্ত্রিক দেশে এক মুহূর্তের জন্যও অবৈধ ও অসাংবিধানিক সরকার আসতে পারে না। তিনি বলেন, আমরা দেখেছি বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই নির্বাচনে কারচুপি করেছে। ক্যান্টনমেন্ট থেকে যে দলের সৃষ্টি, তারাই সংবিধান লঙ্ঘন করেছে। আওয়ামী লীগ কখনই নির্বাচনে কারচুপি করেনি। বিএনপি সংবিধানে যতগুলো সংশোধনী এনেছে, তার সবগুলোই অবৈধ। আমরা আর সেদিকে যেতে চাই না। প্রধানমন্ত্রীর ছেলে জয় বলেন, যারা পেট্রল দিয়ে মানুষ পোড়ায়, যারা এর পরিকল্পনা করে ও অর্থের জোগান দেয়, তাদের কঠোর শাস্তি দেয়া উচিত। তাদের নেতাদের গ্রেফতার করে চার্জ (জিজ্ঞাসাবাদ) করা উচিত। বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে তিনি বলেন, বিএনপিই এসব নৈরাজ্য করাচ্ছে। এদের কঠোর শস্তি হওয়া উচিত। আমরা এটা করব। ব্যারিস্টার ফজলে নূর তাপসের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল মতিন খসরু, কামরুল ইসলাম, মমতাজ উদ্দিন মেহেদি, নজিবুল্লাহ হিরু প্রমুখ।

No comments