Header Ads

test

mac-u-rik-ম্যাক ইউরি: দেশের গর্ব

ম্যাক ইউরি: দেশের গর্ব ম্যাক ইউরি: দেশের গর্ব পরিবর্তন প্রতিবেদক • পৃথিবীর অবিশ্বাস্য ও বিস্ময়কর খবরগুলো প্রকাশ হয়ে থাকে ‘রিপ্লিস বিলিভ ইট অর নট'-এ। সম্প্রতি ‘রিপ্লিস বিলিভ ইট অর নট’র কমিক বিভাগে জায়গা করে নিয়েছেন বিশ্বে 'সুপার হিউম্যান' হিসেবে পরিচিত বাংলাদেশি সন্তান ড. ম্যাক ইউরি। গত ২৬ নভেম্বর ‘রিপ্লিস বিলিভ ইট অর নট’র কমিক ভার্সনে তুলে ধরা হয় তার কথা। সেখানে কার্টুনের মাধ্যমে তার ছবি উল্লেখ করে লেখা হয়, "বাংলাদেশি মার্শাল আর্টস মাস্টার ম্যাক ইউরি; এক কিকে এক সাথে তিনটি স্টার্ন্ডাড সাইজের বেসবল ব্যাট ভেঙে ফেলতে পারেন।" এই বিস্ময় মানব ম্যাক ইউরিকে ডিসকভারি চ্যানেলে কর্তৃক'সুপার হিউম্যান' সম্মানে ভূষিত করা হয়েছে। ২০১১ সালের ৭ মে কিক করে তিনটি বেসবল ব্যাট ভেঙে বিশ্ব রেকর্ড গড়েন বাংলাদেশের এই গ্র্যান্ড মাস্টার। বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরী করা এক কেজি ওজনের একেকটা ব্যাটের মোটা অংশের পুরুত্ব ছিল ৮ ইঞ্চি ও হাতল ছিল ২ দশমিক ৭৫ ইঞ্চি! পরবর্তীতে ওয়েন ইউনিভার্সিটি আমেরিকা গবেষণা করে তথ্য বের করে যে, প্রতিটি স্ট্যান্ডার্ড বেসবল ভাঙতে ৭৪০ পাউন্ডস শক্তি লাগে। বৃটেনের নটিংহামের মেয়রের উপস্থিতিতে ওয়ার্ল্ড রেকর্ডস রেজিস্ট্রি অ্যাডজুডিকেটর জন ইভান্স আনুষ্ঠানিকভাবে এই কৃতি মার্শাল আর্ট গ্র্যান্ডমাস্টারের হাতে বিশ্ব স্বীকৃতির সনদ হস্তান্তর করেন। ডিসকভারি চ্যানেল ইউরির শরীরের নানা পরীক্ষা- নিরীক্ষার পর জানায়, তার পায়ের ৯৬ শতাংশ মাংশপেশী এক সাথে কাজ করতে সক্ষম। এর আগে কোনো ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনা ঘটেনি। পরে ম্যাক ইউরিকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরী করেছে ডিসকভারি। যা পর্যায়ক্রমে বিশ্বের ২১০টি দেশে ৬৪টি ভাষায় প্রদর্শিত হছে । ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন ইউরি। তার বাবা ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন ইউরি। খুলনায় ইংলিশ মিশনারি স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপনের পর মিলিটারি বোর্ডিং স্কুলের কঠোর অনুশাসন ও নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে ক্যাডেট জীবন পার করেন। পরে ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়েন তিনি। এ ছাড়া মিলিটারি সাইন্স, ফিজিক্যাল ট্রেনিং, অবস্টাকল কোর্স, আন-আর্মড কমব্যাট, মিলিটারি ড্রিলস প্যারেডের মতো বিষয় সমূহে কৃতিত্ব অর্জন করেছেন তিনি। একই সাথে ইউরি ভারতের কাঞ্চিপুরম ও চীনের শাওলিন টেম্পল সম্পর্কিত অনুসন্ধানী গবেষণার মাধ্যমে ভারতীয় মার্শাল আর্টের লুপ্তপ্রায় ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারের মতো কাজও করেছেন। ম্যাক ইউরি 'ন্যাশনাল সিকিউরিটি একাডেমি' আমেরিকা থেকে কমিশন অফিসার্স কোর্স সমাপ্ত করেন। অর্জন করেন ব্রিটিশ হোম অফিসের অধীনস্থ সিকিউরিটি ইন্ডাস্ট্রিজ অথরিটি ভিআইপি প্রটেকশনের ওপর সর্বোচ্চ প্রফেশনাল ডিগ্রিও। এছাড়া ফায়ার ট্রেনিং একাডেমি ইংল্যান্ড থেকে ফায়ার মার্শাল কোর্সও সম্পন্ন করেন বাংলাদেশের এই গর্ব। আমা/এসএইচ

No comments