Jet Fighter
প্রতিটি জিনিসেরই যেমন উপকারি দিক আছে তেমনি অপকারি দিকও থাকে। বিজ্ঞান ও প্রযুক্তির কথাও যদি বলতে যাই সেক্ষেত্রে দুই দিকই থাকবে। প্রযুক্তি আমাদের জীবনকে করে তুলেছে সহজ এবং আরামদায়ক। বিছানায় শুয়া থেকে শুরু করে স্কুল-কলেজ, অফিস-আদালত প্রতিটি ক্ষেত্রেই রয়েছে প্রযুক্তির ছোঁয়া। আবার যদি এর ক্ষতিকর দিকগুলো বলতে যাই সেক্ষেত্রে বলে শেষ করা যাবে না। বিভিন্ন যুদ্ধে ব্যবহিত অস্ত্র, গুলাবারুদ, জঙ্গিবিমান ইত্যাদি হচ্ছে প্রযুক্তির অভিশাপ। জঙ্গিবিমান সম্পর্কে বলতে গেলে শরীরের লোম দাড়িয়ে যায়। এগুলো যে কতটা ধ্বংসাত্মক তা নিজের চোখে না দেখে বিশ্বাস করা যায় না। বিভিন্ন প্রজন্মে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের এসব বিমান। আমরা সচিত্র সহকারে বিমানগুলো সম্পর্কে একটু ধারনা নেই।
Messerschmitt Me 262A, Gloster Meteor Mk III ExCC, F-86 এই যুদ্ধবিমানগুলোকে বলা হয়ে থাকে প্রথম প্রজম্মের যুদ্ধবিমান। ১৯৫০ সালের মাঝামাঝি এই বিমানগুলো ব্যবহার করা হত। এদের ইঞ্জিন তেমন শক্তিশালী ছিল না। সাধারনত এরা বেশি উড়তেও পারতনা। নিরাপত্তা ব্যবস্থা বলতে ছিল সাধারণত কম ক্ষমতা সম্পন্ন হালকা মেশিনগান। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহার করা হয়েছিল এই যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানের সাহায্যে পৃথিবীতে প্রথম পারমানবিক বোমা বিস্ফোরিত করা হয়।
English Electric Lightning, Two Mirage III, MiG-21F এই যুদ্ধ বিমানগুলোকে বলা হয়ে থাকে দ্বিতীয় প্রজন্মের যুদ্ধ বিমান। ১৯৫০ থেকে ১৯৬০ সালের মাঝামাঝি যুদ্ধে এই বিমানগুলো ব্যবহার করা হত। এই যুদ্ধ বিমানগুলো ছিল পূর্ববর্তী প্রজন্মের বিমানগুলো থেকে শক্তিশালী এবং গতিশীল। এই যুদ্ধ বিমানগুলো দিয়ে রাডারের পরিচালিত মিসাইল ব্যবহার করা যেত।
undefined
F-4E Phantom, Chengdu J-7PG, Shenyang J-8 এই যুদ্ধ বিমানগুলোকে বলা হয়ে থাকে তৃতীয় প্রজম্মের যুদ্ধ বিমান। এগুলো ছিল আরও বেশি গতিসম্পন্ন এবং শক্তিশালী। ১৯৬০ সাল থেকে ১৯৭০ সালের মাঝের সময়ে এই বিমানগুলো যুদ্ধে ব্যবহার করা হত। এই বিমানগুলোর একটা বিশেষ গুন ছিল, এরা রাডারকে ফাঁকি দিয়ে যুদ্ধ করতে পারত। আর যুদ্ধ ক্ষেত্রে এগুলো ছিল খুবই পারদর্শী।
F-16 Fighting Felcon, Sukhoi Su-27 ‘Flanker’, Tornado, Mirage 2000 এগুলো হচ্ছে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান। বিমানগুলো ছিল অনেক দ্রুতগতি সম্পন্ন এবং আকাশ থেকে ভূমি, আকাশ থেকে আকাশ, আকাশ থেকে পানি যেকোন আবহে যুদ্ধে পারদর্শী। যুদ্ধ পথ দূরের দূরত্ব হলেও কোন চিন্তাই করতে হত না। এরা ছিল সেই গুন সম্পন্ন। এই বিমানগুলো দিয়ে রাতের বেলায়ও সফলভাবে যুদ্ধ করা যেত।
Post a Comment