পৃথিবীর সবচেয়ে বড় বিমানঃ
এন্টোনোভ ২২৫ এর্মরিয়া বিমানটি পৃথিবীর সবচেয়ে বড় বিমান। সৌভিয়েত ইউনিয়ন মহাকাশ গবেষণা সংস্হা ও সৌভিয়েত এন্টোনোভ ডিজাইন ব্যুরো এই বিমানটি তৈরি করে । মূলত এই বিমানটি বড় সাইজের কন্টেইনার, সামরিক রশদ বহন করে যা একত্রে বহন করা অন্য বিমানের পক্ষে সম্ভব নয় ।
দৈর্ঘ্যঃ ২৭৫,৬ ফুট। উচ্চতাঃ ৫৯,৩০ ফুট। পাখার আয়তনঃ ৯৭৪৩,৭ বর্গফুট। কার্গোর আয়তনঃ ৪৬০,০০ ঘনক্ষেত্র ফুট। ওজনঃ ২৮৫,০০০ কেজি। মালামাল ধারন ক্ষমতাঃ ৬৪০,০০০ কেজি
ইঞ্জিনঃ ৬টি (প্রতিটি ২২৯,৫০ নিউটন ক্ষমতা সম্পন্ন)। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায়ঃ ৮৫০ কিঃমিঃ
উড্ডয়ন উচ্চতাঃ ৩৬,১০০ ফুট
[Nocturnal_Demonio]
Post a Comment