Header Ads

test

Nigeria was the first Muslim bisbasundari


প্রথম মুসলিম বিশ্বসুন্দরী পেল নাইজেরিয়া বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম মেয়েদের অংশগ্রহনে 'ওয়ার্ল্ড মুসলিমা' বা মুসলিম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় শিরোপা জিতে নিয়েছেন নাইজেরিয়ার আয়শাহ আজিবোলা। বুধবার রাতে ইন্দোনেশিয়ায় বালি দ্বীপপুঞ্জে জমকালো এক অনুষ্ঠানে মুকুট পরিয়ে দেয়া হয় এ মুসলিম সুন্দরীকে।ওবাবিয়ি আইশাহ আজিবোলা শেষপর্যন্ত টিকে থাকা ২০ জন প্রতিযোগীর মধ্যে থেকে জয়ের মুকুট ছিনিয়ে আনেন ওবাবিয়ি। প্রতিযোগিতার শেষদিন সবাই স্কার্ফ ও পুরো শরীর আবৃত পোশাক পড়ে ক্যাটওয়াক করেন। ছয়টি দেশ থেকে অংশগ্রহণকারীরা প্রত্যেকেই শালীন পোশাক পরে পর্বগুলোতে নিজেদের কোরআন তেলাওয়াতের দক্ষতা প্রদর্শন করেন। তারপরই দর্শকদের সামনেই ওবাবিয়িকে বিজয়ী হিসেবে মনোনীত করেন বিচারকরা। ২১ বছর বয়সী এই নাইজেরিয়ান সুন্দরী নিজের নাম শুনে প্রথমেই কাঁদতে শুরু করেন। সেইসাথে সিজদায় লুটিয়ে পড়েন। বিজয়ী হিসেবে ওবাবিয়িকে ২২শ' মার্কিন ডলার পুরষ্কার দেয়া হয়েছে। সেইসাথে মক্কা ও ভারতে ভ্রমণের সুযোগ পাবেন চমৎকার এই তেলাওয়াতকারী। আবেগাপ্লুত ওবাবিয়ি এএফপিকে বলেন, "মূলত কোনো প্রতিযোগিতার জন্য আসিনি। পৃথিবীকে ইসলামের সৌন্দর্য দেখাতে চেয়েছিলাম।" প্রতিযোগিতার আয়োজকরা জানান, এ ধরণের আয়োজন আসলে পশ্চিমা সুন্দরী প্রতিযোগিতার ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ইসলাম শারীরিক সৌন্দর্যের চাইতে মানসিক সমৃদ্ধিকে অনেক বেশি গুরুত্ব দেয়। world muslima

No comments