Winchester রহস্যময় বাড়ি!
১৬০ টি রুম বিশিষ্ট উত্তর ক্যালিফোর্নিয়ার এই বাড়িটি একটি গোলক ধাঁধার মত ! এতে রয়েছে অনেক অনেক গোপন পথ, আছে খোলা দেয়ালের উপর দরজা ! পা বাড়ালেই নিচে, আছে সিঁড়ি যেটা ঠেকেছে গিয়ে সিলিংয়ে ! আছে এমনও সিঁড়ি যা দিয়ে বের হতে পারবেন না কোথাও ! এই বাড়িটি তৈরি করে sarah winchester ১৮৮৪ সালে। সারাহ তার স্বামি আর মেয়ের মৃত্যু হলে সে আধ্যাত্মিক boston medium এর কাছে গেলে তারা তাকে এসব প্রেতাত্মা থেকে বাঁচতে হলে একটি বাড়ি নির্মাণ করতে বলেন। তারা বলেন সারাহ'কে এমন একটি বাড়ি নির্মাণ করতে হবে যার নির্মাণ কাজ যেন কখনোই বন্ধ না হয়! কারণ নির্মাণ কাজ বন্ধ হলেই সারাহ মারা যাবে! তাই সারাহকে বেঁচে থাকার জন্য এই সান জস মেনশন নামে এই বাড়িটির নির্মাণ শুরু করেন ১৮৮৪ সালে আর তার মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর এই বাড়িটির নির্মাণ কাজ নিরবিচ্ছিন্ন ভাবে দিন রাত ২৪ ঘন্টা চলেছিল।
বাড়িটিতে ঢুকলেই হারিয়ে যেতে পারেন! এমন ধারনা থেকেই এর নকশা করা হয়। এতে আছে ভৌতিক আবেশ, আছে উন্মাদ করা টুইস্ট, ডেড এন্ডস সহ নানান লোমহর্ষক বস্তু। মূলত প্রেতাত্মাদের সাথে শান্তি চুক্তি করতেই এই বাড়ি নির্মাণ।এতে ভূত আছে কিনা জানিনা তবে এতে ঢুকলে পাওয়া যায় এক অন্যরকম আবেশ।শিহরিত হবার মত ঘটনা! এতে আছে ১৬০ টি রুম, ৪০ টি বেড রুম, ৩০ টি বাথ রুম, ১০,০০০ টি জানালা, ২,০০০টি সিঁড়ি, ৪৭ টি ফায়ার প্লেস।
আছে এমন একটি জায়গা যেখানে ঢুকবেন এক দরজা দিয়ে আর বের হতে পারবেন ৩ দরজা দিয়ে কিন্তু এর ১টি দরজা আছে যেটি খুলে পা বাড়ালে সোজা আপনি গিয়ে পড়বেন ৮ ফুট নিচে কিচেনে! পুরো বাড়িতে মাত্র দু"জায়গায় আয়না রাখা হয়েছে কারণ ভূতেরা আয়নায় নিজেদের প্রতিচ্ছবি দেখলে নাকি ভয় পায়!!! এই বাড়ির নিরাপত্তাকর্মীরা বলেন যে, রাতে নাকি তারা এখনো আওয়াজ পান কারা যেন কিছু নির্মান করছে !!
বিঃদ্রঃ ফেসবুক এর নিয়ম আনুযায়ী, আমাদের পোস্টে নিয়মিত লাইক না দিলে ধীরে ধীরে আমাদের পোস্ট আপনার অয়ালে যাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আপনার স্বার্থেই আমাদের পোস্ট নিয়মিত আপনার ওয়ালে দেখতে চাইলে প্রতিটি পোস্ট এ লাইক দিয়ে নিজেকে অ্যাক্টিভ রাখুন। এছাড়াও গেট নোটিফিকেশন অন করে রাখতে পারেন বা আমাদের পেজ বুকমার্ক করে রাখতে পারেন, তাহলে আমাদের সব পোস্ট আপনার হাতের নাগালেই থাকবে। ধন্যবাদ!!!
Post a Comment